Legal:Survey Privacy Statement for Schema Revision 15266417/bn

This page is a translated version of the page Legal:Survey Privacy Statement for Schema Revision 15266417 and the translation is 94% complete.

মূলত উইকিমিডিয়ার সংগ্রহ, ব্যবহার এবং জরিপে অংশগ্রহণকারীদের তথ্যাদি কিভাবে উপস্থাপন করা হবে সেটাই এ প্রস্তাবনায় ব্যাখ্যা করা হয়েছে।

দয়া করে খেয়াল রাখুন, এ জরিপটি গুগল ফর্ম ব্যবহার করে করা হচ্ছে যার মানে হচ্ছে গুগল গোপনীয়তা নীতি এবং পরিষেবার শর্তাবলী অনুযায়ী আপনার তথ্য ব্যবহার করতে পারবে।

জরিপের লক্ষ্য

আমরা আপনার মতামতকে প্রাধান্য দেই! উইকিমিডিয়া প্রকল্পগুলো কিভাবে আমাদের ব্যবহারকারীরা ব্যবহার করেন এবং কিভাবে প্রকল্পগুলোকে আরো উন্নত করা যায় সে বিষয়টি এ সংক্ষিপ্ত জরিপের মাধ্যমে বের করতে আমাদের সাহায্য করবে। এ জরিপটি আগে পরিচালিত জরিপ এবং ভবিষ্যৎতেও হতে যাওয়া উইকিমিডিয়া জরিপ থেকে আলাদা করে রাখতে একটি তালিকায় রাখা হবে যার নম্বর: ১৫২৬৬৪১৭

কি ধরনের তথ্য আমরা সংগ্রহ করছি

আপনি জরিপে যেসব তথ্য দেবেন সেগুলোর পাশাপাশি জরিপ পরিচালনার সময় আপনার আইপি ঠিকানাও আমরা দেখতে পারি। এছাড়াও আমরা আপনার জরিপে অংশগ্রহণকালীন সময়ে আপনার ব্রাউজার তথ্য, আপনার জরিপে দেওয়া তথ্য এবং আপনার দেওয়া অন্যান্য তথ্যাদিও দেখতে পারি। কেন ব্যবহারকারীরা উইকিমিডিয়া প্রকল্পগুলো ব্যবহার করে সে বিষয়টি জানতে এবং বুঝতে আমরা প্রয়োজনে জরিপের সঙ্গে আপনার ব্রাউজিং তথ্যাদিও যুক্ত করা হতে পারে।

তথ্য প্রাপ্তি এবং প্রকাশ করা

এ জরিপের সাহায্যে মূলত দুই ধরনের তথ্য সংগ্রহ করা হবে: আপনি জরিপে যে তথ্য দিচ্ছেন এবং আপনার কিছু তথ্যাদি যেমন: আইপি ঠিকানা, ব্রাউজিং তথ্য ইত্যাদি। আমরা জরিপকারীর দেওয়া সকল তথ্যাদি উন্মুক্ত করে দেব শুধুমাত্র ‘অন্যান্য’ নামের ঘরে যদি কোন তথ্য থাকে সেটি ছাড়া।

জরিপকারীর দেওয়া তথ্যাদি, ব্রাউজিং তথ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মী, চুক্তিবদ্ধ কর্মী, সেবা প্রদানকারী সংস্থা এবং স্বেচ্ছাসেবক যারা বিষয়টি নিয়ে কাজ করবেন তাদের সঙ্গে শেয়ার করা হবে। নিচে দেওয়া শর্তাবলী মোতাবেকই কেবলমাত্র এসব তথ্যাদি উক্ত ব্যক্তিদের দেওয়া হবে। আমরা হয়তো জরিপের তথ্যাদি ও ফলাফল পরিসংখ্যান আকারে আমাদের ওয়েবসাইটে এবং ব্লগে প্রকাশ করতে পারি।

আমরা প্রয়োজনে প্রাপ্ত তথ্যাদি আইনের প্রয়োজনে, জরিপকারীর অনুমতিক্রমে প্রকাশ করতে পারি। এছাড়া আমাদের অধিকার, গোপনীয়তা, নিরাপত্তা, ব্যবহারকারী বা সাধারণ ব্যবহারকারীদের স্বার্থেও প্রাপ্ত তথ্যাদি প্রকাশ করা হতে পারে। প্রয়োজনে আমাদের ব্যবহারের শর্তাবলী অথবা যে কোন উইকিমিডিয়া নীতিমালার ক্ষেত্রেও প্রাপ্ত তথ্য প্রকাশ করা হতে পারে।

গুরুত্বপূর্ণ তথ্য

উইকিমিডিয়া ফাউন্ডেশন একটি বৈশ্বিক সংস্থা যা উন্মুক্ত এবং মুক্তজ্ঞান প্রচার ও প্রসারের ব্যাপারে কাজ করে। এ জরিপে অংশ নেওয়া এবং তথ্য প্রদানের মাধ্যমে আপনি নিশ্চিত এবং রাজি হচ্ছেন এ তথ্যাদি সংরক্ষণ, আদান-প্রদান এবং ব্যবহার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং প্রয়োজনে অন্যান্য স্থানেও ব্যবহার বা প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা হতে পারে।

উইকিমিডিয়া ব্যবহারকারীর নীতিমালা সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেয়। তাই আমরা আমাদের ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যাদি অনৈতিকভাবে প্রকাশ করা, ব্যবহার করা অথবা ভিন্নভাবে ব্যবহার করা থেকে বিরত থাকি। সংগৃহিত ব্যক্তিগত তথ্যাদি (যদি থাকে) সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মুছে ফেলা হয়। এছাড়া কিছু ব্যক্তিগত তথ্য যা সবার সাথে প্রকাশযোগ্য নয় যেমন: আইপি ঠিকানা অথবা ব্যবহারকারী-মধ্যস্থতাকারীর তথ্য যা সমষ্টিগত ও নামহীন সেসব তথ্যও ৯০ দিনের মধ্যে মুছে ফেলা হয়। কিছু তথ্য প্রয়োজন হলে সংরক্ষণ করা হয় এবং সেটি খুবই নিরাপদ ভাবে রাখা হয়।এ জন্য প্রয়োজনে আমাদের তথ্য সংরক্ষণের নীতিমালা পড়ে দেখতে পারেন।


আপনার মতামতের জন্য ধন্যবাদ।


উইকিমিডিয়া ফাউন্ডেশন


দয়া করে লক্ষ্য করুন যে এই নির্দেশিকাটির মূল ইংরেজি সংস্করণ এবং অনুবাদের মধ্যে অর্থ বা ব্যাখ্যাগত কোনও পার্থক্য হলে, মূল ইংরেজি সংস্করণটি অগ্রাধিকার পাবে।